কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ছেলে হোক, মেয়ে হোক – দুটি সন্তানই যথেষ্ট – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আরমানের সভাপতিত্বে উক্ত উদ্বুদ্ধকরণ কর্মশালায়
পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালায় গুরুত্বপূর্ণ
বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক অনাদি রঞ্জন মজুমদার, সহকারী পরিচালক (সি.সি) ডা. বি. এম. মনিরুজ্জামান, বশেমুরবিপ্রবি’র ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিল প্রমুখ।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. শুভ্রদেব হীরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত
উদ্বুদ্ধকরণ
কর্মশালায় গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, পেশাজীবী সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :