• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৫ পালিত 


প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন / ২৯
গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৫ পালিত 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস -২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ মে) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সর্বকালেই পরিমাপ সকলের জন্য” – এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন জেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, বিএসটিআই গোপালগঞ্জের সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) বিল্লাল হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলী, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সাংবাদিক শহিদ চৌধুরী, বাজুস গোপালগঞ্জ শাখার আহ্বায়ক কালাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএসটিআই গোপালগঞ্জের পরিদর্শক তাসনিম দোহা।

সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ী, বিভিন্ন কারখানা ও দোকানের স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।