কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে। “অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযান করা হয়।
দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মোঃ আনিসুজ্জামান, ব্র্যাক প্রতিনিধি তপন ভৌমিক, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস, অভিভাবক নাজনীন, রাবেয়া খানম, বর্ণ প্রতিবন্ধী স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী পারভেজ শেখ প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :