• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

গোপালগ‌ঞ্জে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পা‌লিত


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৩, ১০:০১ অপরাহ্ন / ৪৭
গোপালগ‌ঞ্জে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পা‌লিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা আয়োজ‌নের মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস -২০২৩ পা‌লিত হ‌য়ে‌ছে। সোমবার বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, উপ‌-বিভাগীয় প্রকৌশলী মো. র‌ফিকুল আলম, তন্ময় কর্মকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সহ গণপূর্ত বিভাগের অন্যান্য প্রকৌশলী ও বি‌ভিন্ন সরকা‌রি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সাম‌নে থে‌কে শুরু হ‌য়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থা‌নে ফিরে শেষ হয়। প‌রে জেলা প্রশাসকের স‌ম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃ‌দ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহ চালিকাশক্তি’ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান। উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর “জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩” উপলক্ষেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।