• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের যোগদান ও দায়িত্বভার গ্রহণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১০:২০ অপরাহ্ন / ৫৪
গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ মিজানুর রহমান যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে গোপালগঞ্জের সদ্য বিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম -এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

এদিকে গোপালগঞ্জ জেলা থেকে সদ্যবিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা ও গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের যোগদানকে কেন্দ্র করে প্রেসক্লাব গোপালগঞ্জসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নবাগত পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ জেলায় আইনের সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং পুলিশকে জনগণের সেবক হিসেবে নিরলসভাবে কাজ করার পরামর্শ গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের।