• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা মহিলা আ. লীগের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ১০:৫৪ অপরাহ্ন / ১০১
গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা মহিলা আ. লীগের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলায় নব-যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলার চেয়ারম্যান নাছিমা আক্তার রুবেল।

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নাছিমা আক্তার রুবেলের নেতৃত্বে জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন। সেই সাথে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতি বিজরিত ও জন্মভূমি গোপালগঞ্জ জেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, গোপালগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর খাদিজা পারভীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।