• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে নবনির্বাচিত ১৫ জন ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২২, ৮:০৬ অপরাহ্ন / ১৪৫
গোপালগঞ্জে নবনির্বাচিত ১৫ জন ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত ১৫ জন ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ জানুয়ারী) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় কোটালীপাড়া উপজেলার ১০ জন এবং টুঙ্গিপাড়া উপজেলার ৫ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে শপথ পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যানগণ দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শপথ নেন।

উল্লেখ্য, ৪র্থ ধাপে গত ২৬ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টি এবং টুঙ্গিপাড়া উপজেলার ৫টি সহ মোট ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।