• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বড়দিন পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২২, ৫:৫১ অপরাহ্ন / ১২২
গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বড়দিন পালিত

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বড়দিন-২০২২ উদযাপন করা হয়েছে।

বড়দিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তর বেশ তৎপর ছিলেন। খ্রিষ্টীয় ধর্মের বড় উৎসব বড়দিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলার বিভিন্ন গীর্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ও ব্যক্তিবর্গদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন। এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বড়দিন উপলক্ষে গোপালগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলার গীর্জা সমূহের যাজক ও গীর্জা সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ও ব্যক্তিবর্গদের নিকট ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম -এর পাঠানো শুভেচ্ছা উপহার পৌঁছে দেন এবং কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া বড় দিন নিরবিচ্ছিন্নভাবে পালনের জন্য যারা পুলিশ প্রশাসন সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশি নজরদারি জোরদার সহ বেশ তৎপর থাকতে দেখা গেছে।