কে এম সাইফুর রহমান গোপালগঞ্জঃ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে শুক্রবার বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেজর সরদার নুরুল ইসলাম বিটিএফও (অব.)।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সিফাত উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :