• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে দু’টি আশ্রয়ণ প্রকল্পের ১৫টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৭:০৮ অপরাহ্ন / ৪৫
গোপালগঞ্জে দু’টি আশ্রয়ণ প্রকল্পের ১৫টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে দুটি আশ্রয়ণ প্রকল্পের ১৫ টি পরিবারের মধ্যে ১টি করে ছাগী বিতরণ করা হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের আওতায় জেসিআই ঢাকা এস্পায়ার এ ছাগী বিতরণ করে।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ আশ্রয়ন প্রকল্পের ৬টি ও সদর উপজেলার চর গোবরা আশ্রয়ন প্রকল্ডের ৯টি পরিবারের মাঝে এ ছাড়ী বিতরণ করা হয়। এসময় জেসিআই ঢাকা এস্পায়ার এর পরিচালক আরিফ জামান, শেখ পরিবারের সদস্য শেখ বোরহান উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেসিআই ঢাকা এস্পায়ার এর পরিচালক আরিফ জামান, সুবিধা ভোগীরা এ ছাগী পালন করেন। পরে এ ছাগী থেকে বাচ্চা হলে প্রতিবেশিকে দিবেন। এভাবেই পুরো আশ্রয়ণ প্রকল্পের প্রত্যেক পরিবারের কাছে ছাগল থাকবে ।