কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) গোপালগঞ্জ জেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘদিন করোনা মহামারী অতিবাহিত করার পর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে জেলার সকল শ্রেণি-পেশার মানুষ আবারো একত্রে বসে ইফতার করতে পারায় শোকরানা আদায় করেন। পরে আমন্ত্রিত সকল অতিথিদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লোগো সম্বলিত একটি আকর্ষণীয় মগ শুভেচ্ছা উপহার স্বরূপ প্রদান করেন তিনি। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে গোপালগঞ্জ জেলা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মো. হাফিজুর রহমান সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বশেমুরবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহাবুব, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম বদরুদ্দোজা বদর, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, মুকসুদপুর পৌর মেয়র আলহাজ্ব এ্যাড. আতিকুর রহমান মিয়া, কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসা. নাজমুন নাহার, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ,
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের রহমান রাশেদ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কেএম হাসানুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :