• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে জেলা প্রশাসকের সাথে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময় সভা 


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন / ৩৪
গোপালগঞ্জে জেলা প্রশাসকের সাথে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময় সভা 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জেলা প্রশাসকের সাথে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা সহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। এ সময় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) প্রবীর বিশ্বাস সহ জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ইউনিয়ন পরিষদ বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা নিরসনে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক প্রতিটি ইউনিয়ন পরিষদে সরকার প্রদত্ত বিভিন্ন নাগরিক সেবা প্রদানে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন।