কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মার্চ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। সভায় গত মাসে গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনা সহ পবিত্র ঈদুল ফিতর নিরবিচ্ছিন্নভাবে প্রতিপালন সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো.মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, মুকসুদপুর ইউএনও এস এম ইমাম রাজী টুলু, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, বিআরটিএ -এর সহকারী পরিচালক আবুল বশার, জেলার মুশফিকুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, যুগ্ম-মহাসচিব কে এম শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম সাইফুর রহমান, গণমাধ্যমকর্মী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :