• ঢাকা
  • সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ১১:০০ অপরাহ্ন / ৪৪
গোপালগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ সময় পুলিশ সুপার আল বেলি আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলি খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, যমুনা টিভি গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্নাসহ উপজেলা নির্বাহী অফিসারগন, বিভিন্ন অফিস প্রধানগন ও কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয়। বিশেষ করে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় তা কমাতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও জেলায় অবৈধভাবে বালু কেটে নেয়া, খোলা বাজারে পেট্রোল জাতীয় ধাহ্য পদার্থ বিক্রি বন্ধে কার‌্যকর ব্যবস্থা গ্রহনে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলার কোথাও কিশোর গ্যাং কাজ করছে কিনা তা দেখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।