• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ন / ৮২
গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মো. কামরুল হাসান।

গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নিয়াজ মাহমুদের সঞ্চালনায় এ সময় উক্ত সভায় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম,
জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মো. মেহেদী হাসান, জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (জিপি) এ্যাড. দেলোয়ার হোসেন সরদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. চৌধুরী খসরুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান, সমাজ সেবা উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, জেল সুপার আল মামুন সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।