• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন / ৩১
গোপালগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পোষ্টঅফিস মোড় এলাকা থেকে র‌্যালীটি বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী  রওশন আরা রন্তা’র নেতৃত্বে জেলার সকল উপজেলার মহিলা নেত্রী ও বিপুল সংখক কর্মীদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা র‌্যালীতে অংশ নেন।

র‌্যালী শেষে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা মহিলাদলের সভানেত্রী নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানান।