• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শোক র‍্যালী


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন / ৩৩
গোপালগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শোক র‍্যালী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গত ১৫ বছরে হাজার হাজার নেতা- কর্মী গুম, খুন, জখম, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, রাতের আঁধারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক শিশু, ছাত্র, যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে গোপালগঞ্জে শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হাসান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বিশাল এক শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইভান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।