• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন / ২৬
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেবগাতুল্যাহ সহ জেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চলমান এ সমন্বয় সভায় প্রধান অতিথি বিভিন্ন ইউনিয়নের বিগত দিনের গ্রাম আদালতে দায়েরকৃত অভিযোগের সংখ্যা ও নিষ্পত্তির তথ্য জানতে চান এবং যে সকল ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে বিবাদমান সমস্যা বেশি নিষ্পত্তি হয়েছে সেই সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ইউপি সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ভূয়সি প্রশংসা করেন। এ সময় তিনি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প অধিকতর কার্যকর ও গতিশীল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।