
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শনিবার দুপুরে জেলার ৫টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার বাদে বাকি উপকরণ পাঠানো হয়। ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন স্বচ্ছ করার জন্য ব্যালট পেপার আগামী কাল ভোট শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
গোপালগঞ্জ জেলায় ৩টি আসনে ভোট কেন্দ্র আছে ৩’শ ৯৭টি। এর মধ্যে দূরবর্তী কেন্দ্রের সংখ্যা ৭টি। উক্ত ভোটকেন্দ্রে আগেই ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচনী সেলের দায়িত্বরত সহকারী কমিশনার শপথ কুমার বৈরাগী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জেলায় মোট ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২৫ হাজার ৭৫২ জন। ভোট গ্রহন নিরাপদ ও সুষ্ঠু করার লক্ষে পুলিশ বাহিনী, র্যাব, আনসার, সেনা সদস্য, এনএসআই, ডিজিএফআই ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :