কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ এবি ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জের এক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দরিদ্র -মেধাবী শিক্ষার্থী রোমান মৃধার হাতে ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। রোমান মৃধা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ৪র্থ বর্ষে অধ্যয়নরত। সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন বেদে সম্প্রদায়ের দরিদ্র রিক্সা চালকের সন্তান রোমান মৃধা তার ৬ ভাইবোনদেরকে নিয়ে অতি কষ্টে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
ল্যাপটপ প্রাপ্তির ফলে সে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনে সমর্থ হবেন যা তার উচ্চশিক্ষা গ্রহণ নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে। বেদে সম্প্রদায়ের দরিদ্র মেধাবী সন্তানকে সমাজের মূলধারায় আনয়নের লক্ষ্যে এবি ব্যাংক পিএলসি -এর পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন গোপালগঞ্জের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
ল্যাপটপ বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, রোমান মৃধার মা ও এবি ব্যাংক পিএলসি শাখার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :