
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফার দিক- নির্দেশনায় শনিবার গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি অবৈধ গাঁজাসহ আ. হাকিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকার জনৈক বরকতের স-মিলের সামনে পাকা রাস্তার ওপর থেকে আটক করেছে সদর থানা পুলিশ। সে গোপালগঞ্জ সদর থানার সোনাকুড় এলাকার মৃত হানিফ সিকদারের ছেলে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান। গোপালগঞ্জ জেলাকে মাদক মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :