• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

গোপালগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান


প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন / ২৯
গোপালগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ পবিত্র ঈদুল আযহা -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার (ঈদ সামগ্রী) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসব মানুষ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ- পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সহকারী কমিশনার এ, কে, এম, ফয়জুল বারী।

এ সময় উপকারভোগী ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিন সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, দুই প্যাকেট সেমাই ও ১ প্যাকেট গুঁড়া দুধ প্রদান করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে ইমাম ও মুয়াজ্জিনগণ সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে উপকারভোগী ইমাম ও মুয়াজ্জিনগণ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান সহ বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বলেন, এই উপহারের মাধ্যমে আমরা ইমাম- মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানাতে চাই। ঈদের আনন্দে সবাইকে শামিল করাই আমাদের লক্ষ্য।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ- পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান পবিত্র ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সর্বশেষ আজ সদর উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করেন। এই মহতী উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা সহ পাঁচ উপজেলার ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করছে।