• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ৯:৩৪ পূর্বাহ্ন / ৮৫
গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

‍‌‍‍নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ‍ এই প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম প্রমুখ বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ ও শ্রেনী পেশার নারীরা অংশ নেন।