কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ – এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির -এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন -অর- রশীদ।
এছাড়াও আমন্ত্রিত প্রবীণ সহ অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা প্রবীনদের প্রতি নবীনদের অধিক মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। মা-বাবা সহ যারা প্রবীণ রয়েছেন তাদেরকে অবজ্ঞা না করে তাদের প্রতি অধিক যত্নবান ও খেয়াল রাখা উচিত। আজকে যারা নবীন আগামীতে তারাও একদিন প্রবীণ হবেন। তাই আজকের নবীনরা যদি প্রবীণদের প্রতি অধিক যত্নবান হন ও মানবিক হন তাহলে ভবিষ্যতে নবীনরাও যখন প্রবীণ হবেন তখন তারাও নবীনদের কাছ থেকে ভালো আচার ব্যবহার, শ্রদ্ধাবোধ ও ভালোবাসা পাবেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সহ প্রবীণরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :