• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আগত বিচার প্রার্থীদের জন্য অস্থায়ী ভাবে নির্মিত ন্যায়কুঞ্জের যাত্রা শুরু


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৫, ৯:০২ অপরাহ্ন / ২০
গোপালগঞ্জে আগত বিচার প্রার্থীদের জন্য অস্থায়ী ভাবে নির্মিত ন্যায়কুঞ্জের যাত্রা শুরু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত ন্যায়কুঞ্জের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ টায় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমান, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ জহির উদ্দিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম এম নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমানকে সাথে নিয়ে ফিতা কেটে ন্যায়কুঞ্জে প্রবেশ করেন।পরে তারা সদ্যনির্মিত নান্দনিক এ বিশ্রামাগারের চেয়ারে বসে খানিকটা বিশ্রাম করেন। এরপর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে প্রাথমিক পর্যায়ে অস্থায়ী ভিত্তিতে নির্মিত ন্যায়কুঞ্জের শুভ সূচনা করেন। মোনাজাত পরিচালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মোঃ এনায়েত হোসেন।

দূরদূরান্ত থেকে আগত বিচার প্রার্থীরা স্বল্প সময়ের জন্য এ ন্যায়কুঞ্জে বিশ্রাম নিতে পারবেন। বিশ্রামাগারে নারী ও পুরুষ বিচার প্রার্থীদের জন্য পৃথক পৃথক শৌচাগারের সুব্যবস্থা রয়েছে।এছাড়াও ন্যায়কুঞ্জের মধ্যে নির্মিত দোকান থেকে ন্যায্য মূল্যে হালকা খাবার কিনে খাওয়ার ব্যবস্থা রয়েছে।

এ সময় সিনিয়র সহকারী জজ (সদর) মেহেদী হাসান, সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের এসও তন্ময় গোলদার, জেলা জজশীপের অন্যান্য বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যগণ সহ বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।