• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি দোকান : ২০ লাখ টাকার ক্ষতি


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ১২:২২ অপরাহ্ন / ৭২
গোপালগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি দোকান : ২০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকান্ডে গোড়াউনসহ পুড়ে গেছে তিনটি দোকান। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়ে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সেপেক্টর মো: রাজীব হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দিবাগত গভীর রাত ২ টার দিকে শহরের কাপড় পট্টির ফেন্সি শাড়ী হাউজের দো-তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওয়ার হাউস ইন্সেপেক্টর মো: রাজীব হোসেন জানান, বৈদ্যুতির সট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্র হয়। এতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে তপু বিশ্বাসের কাপড়ের গোডাউন, মো: হামিম মজুমদারের টেইলার্স ও লিটন মীরের কাপড়ের গোডাউন আগুনে পূড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তপু বিশ্বাস ও মো: হামিম মজুমদার জানান, ঈদ উপলক্ষে গোডাউন দুটিতে নতুন কাপড় রাখা হয়েছিল। এছাড়া টেইলার্সের দোকান বিভিন্ন ক্রেতার অর্ডারের মালামাল ছিল। কিন্তু অগ্নিকান্ডে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি টেইলার্সে থাকা ১০টি সেলাই মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে। এ অগ্নিকান্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমরা এখন নি:স্ব হয়ে পড়েছি।