• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন পরিষদের তিন বছরের কর্মকাণ্ড বিষয়ক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ 


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন / ৩০
গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন পরিষদের তিন বছরের কর্মকাণ্ড বিষয়ক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নং শুকতাইল ইউনিয়ন পরিষদের তিন বছরের কর্মকাণ্ড বিষয়ক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুকতাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রানা মোল্লার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান শেখ মান্নু। এরপর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল রহমান সহ সংরক্ষিত নারী ইউপি সদস্য কোহিনুর বেগম, সালমা বেগম ও নাছরিন রহমান তাদের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন মোল্লা ফারুক।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রানা এসময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। সেই সাথে আগামীতে কি কি করা প্রয়োজন এ বিষয়গুলোও তিনি তুলে ধরেন। আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত লোক উপস্থিত হয়। চেয়ারম্যান মোহাম্মদ রানা মোল্লা বিগত তিন বছরের কর্মকাণ্ড বিষয়ক তথ্য-উপাত্ত ইউনিয়নবাসীর সামনে তুলে ধরেন। এ সময় তিনি বলেন যে, চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড বুঝতে আমার প্রায় ছয় মাস সময় লেগেছে, তারপর দেড় বছর আমি সুন্দর ভাবে পরিষদ পরিচালনা করি। এ সময় তিনি আরও বলেন, তিন বছর কর্মকাণ্ডের মধ্যে আমি আমার ইউনিয়নে ৬০টি ঘাটলা করি, পানির অভাব পূরণ করার জন্য ৭২টি টিউবওয়েল বরাদ্দ করি, ৩০টি সংযোগ সড়ক করি, গত বছর আমি সরকারি ৩৫০টি কম্বল ও নিজ অর্থায়নে ১ হাজার ২০০টি কম্বল বিতরণ করি এবং এ বছর আমি নিজ অর্থায়নে ১০০টি কম্বল বিতরণ করি। এছাড়াও চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের নিকট শুকতাইল ইউনিয়নবাসীর প্রাণের দাবি একটি খাল খননের ব্যবস্থা করা। প্রধান অতিথি ইউনিয়নবাসীকে আশ্বস্ত করেন এবং অন্যান্য ইউনিয়নের বরাদ্দকৃত টিউবয়েল থেকে শুকতাইল ইউনিয়নকে ১২টি টিউবওয়েল বেশি দিবেন বলে আশ্বস্ত করেন।

পরে চেয়ারম্যান মোহাম্মদ রানা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান ও বিশেষ অতিথি গোপীনাথপুর ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আহম্মেদ আলীকে সাথে নিয়ে ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।