
নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ফোনের (০১৭৩৩৬২৭০১৭) এই নম্বরের মুঠো ফোন থেকে ২/৩ দিন যাবৎ পৌর এলাকার দক্ষিণ চন্ডিবর্দী গ্রামের জামাল বিশ্বাসের স্ত্রী মোছাম্মৎ শিখা বেগমসহ বেশ কয়েকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দেয়।
এতে অসহায় পরিবারটি শংকিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিখা বেগম আমাদের প্রতিবেদককে জানিয়েছেন যে, গত ১০ ফেব্রুয়ারি রাত অনুমান সাড়ে ১১ টার দিকে আমার বসত ঘরের পাশে থাকা ধানের খেড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। আমাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন আগুন নিভাতে এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে না আসায় মুকসুদপুর থানায় অবহিত করি। পরোক্ষনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শিখা বেগম নিজে বাদী হয়ে মুকসুদপুর থানায় ৮ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এর পর থেকে উক্ত মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে প্রাণনাশের হুমকিসহ নানাবিধ হুমকি দিয়ে আসছে। তাই বিষয়টি পুলিশ সুপার মহোদয় সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি সেই সাথে আমাদের জীবনের নিরাপত্তা চাইছি।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া বলেন, থানায় জিডি করেছেন কি-না? ডিউটি অফিসার বলতে পারবেন। আগুন দেওয়ার বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজ বলেন, আগুনের ঘটনায় আমি তদন্তে গিয়েছিলাম। এখন মুঠোফোনে অজ্ঞাতকে বা কারা তাদেরকে হুমকি দিচ্ছে, আমাকে জানালে, আমি তাদেরকে থানায় একটি জিডি করার পরামর্শ দেই।
আপনার মতামত লিখুন :