
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামন বড়রা গ্রামের মো. আলমগীর শেখ (৪৮) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা দুস্কৃতিকারীর টেটার কোপে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের বামন বড়রা (বামনপাড়া) গ্রামের উত্তরপাড়ার শেখ বাড়ীর মৃত টুকু শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহত মো. আলমগীর শেখ শনিবার (৭ জুন) বামন বড়রা উত্তরপাড়া শেখ বাড়ীতে তার ছেলের বিবাহ ও পারিবারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা শেষে করে আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় নিজ বাড়ীতে ফেরার পথে আশু শেখের বাড়ীর সামনে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী অতর্কিতভাবে টেটা দিয়ে ঘাড়ের পিছনে কোপ দিতে থাকলে সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অতর্কিত এ হামলার ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এদিকে স্থানীয় জনগণ ও তার স্বজনেরা ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন। স্বজনেরা রোগী নিয়ে ব্যস্ত থাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :