• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীর হাই স্কুল মাঠে এনপিএল টি-২০ সিজন ৫ ফাইনাল ম্যাচে ৬ রানে ননীক্ষীর সুপার কিংস জয়ী


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন / ৩৭
গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীর হাই স্কুল মাঠে এনপিএল টি-২০ সিজন ৫ ফাইনাল ম্যাচে ৬ রানে ননীক্ষীর সুপার কিংস জয়ী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ননীক্ষীর হাই স্কুল মাঠে ননীক্ষীর যুব একতা পরিষদের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা থেকে টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে ১৮৬ রান করে ননীক্ষীর সিক্সারস যুব একতা ক্লাব। জবাবে ননীক্ষীর সুপার কিংস যুব একতা ক্লাব ১৯২ রান ও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে ১ উইকেটে জয় লাভ করে। উক্ত খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন পরাজিত টিমের খেলোয়াড় কালন মোল্যা। ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন মহাসিন মুন্সী ও কাইয়ুম শেখ।

উক্ত ক্রিকেট খেলায় ননীক্ষীর যুব একতা পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ মোহাম্মদ জিন্নাহ, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন লিটন শেখ, ননীক্ষীর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ সরদার, জেলা বিএনপি’র শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী শেখ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমীরা উপস্থিত ছিলেন।