• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন / ২১
গোপালগঞ্জের মুকসুদপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দিনব্যাপি ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) স্কুল মাদ্রাসা ও ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর উপজেলার ৬৩টি স্কুল ও মাদ্রাসা থেকে বাছাইকৃত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি এস জে মডেল স্কুলের প্রধান শিক্ষক বাবু সুনীল চন্দ্র মন্ডল, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, নোয়াহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন, বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল হাসান, সুরপি শালিনা বক্স প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি, গোলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোল্লা, মুকসুদপুর কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মাহাবুবুর রহমান, শালিনা বক্স দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শরিফুল রোমান, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষক সহ গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।