• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৫, ১০:২৩ অপরাহ্ন / ২৬
গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মেধাবৃত্তি -২০২৫ পরীক্ষার মাধ্যমে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির মোট ৬০ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও মেধা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানে এক জমকালো আয়োজনে শিক্ষার্থীদের মাঝে যারা প্রথম হয়েছে তাদেরকে ৮,০০০/ টাকা, দ্বিতীয়দের মাঝে ৬০০০ হাজার, তৃতীয়দের মাঝে ৫০০০ হাজার ও অন্যান্যদের মাঝে সর্বনিম্ন ৩,০০০/ হাজার টাকা ও প্রত্যেকের মাঝে মেধা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন, বাটিকামারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কুমার মণ্ডল।

বক্তারা এমন আয়োজন দেখে অভিভূত ও আনন্দিত হন। ভবিষ্যতে এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

প্রধান অতিথি মোঃ হারুন-অর-রশীদ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন এবং তিনি পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোশাররফ হোসেন বলেন, “আমরা গোপালগঞ্জ জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও মাদকবিরোধী কর্মকাণ্ড করে আসছি। ভবিষ্যতে মানুষের জন্য কিছু করতে চাই।” সাধারণ সম্পাদক সেলিম শেখ বলেন,” আমাদের দায় থেকে কিছু করা উচিৎ। আমাদের স্বল্প সঞ্চয় দিয়ে সুষ্ঠু পরিকল্পনার রসায়নে সমাজ বিনির্মাণ করতে চাই।”

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরঞ্জন পাল, উপদেষ্টা সদস্য সাফায়েত হোসেন ঢালী, দাতা সদস্য মনিরুজ্জামান মামুন, দাতা সদস্য নবিন রায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ।