নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দিকনির্দেশনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়ার সার্বিক সহযোগিতায় শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে মুকসুদপুরের কাশালিয়া নতুন বাজার সংলগ্ন ৭৮নং দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সৌদি প্রবাসী ও মুকসুদপুর উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার নেতৃত্বে গোপালগঞ্জ -১ (মুকসুদপুর -কাশিয়ানী) মা, মাটি ও মানুষের নেতা, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের দিকনির্দেশনায় কাশালিয়া ইউনিয়নের সকলকে সাথে নিয়ে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাল্লাহ।
কাশালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জি এম ফারুক হোসেন মিনা’র সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত মানবিক এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সোহরাব হোসেন শেখ, সহ-সভাপতি ফরিদ আহমেদ মোল্লা, সহ-সভাপতি ফিরোজ আহমেদ মৃধা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মনোরঞ্জন বাবু, পৌর বিএনপি’র সভাপতি আবুল বাশার টুল্টু, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ শরীফ প্রমুখ।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়ার পিতা হান্নান মিয়া ও তার ছোট ভাই চয়ন মিয়া, উপজেলা বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের কাইয়ুম শেখ, মাসুম শেখ, তানভীর শিকদার, কাশালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, কাশালিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শহীদ শিকদার, সহ-সভাপতি ও মেম্বার সেলিম মোল্লা, ভাবড়াশুর ইউনিয়ন যুবদলের জুবায়ের মোল্লা, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহ আলম তালুকদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :