
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় এলাকার বিশিষ্ট সমাজসেবক খন্দকার নওয়াব আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা মহানগর দায়রা জজ মো.আসাদুজ্জামান খন্দকার ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের উপ-প্রচার সম্পাদক খন্দকার আরিফুজ্জামানের জন্মদাতা পিতা ছিলেন।
বৃহস্পতিবার রাত ১০:২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানান রোগে ভুগতে ছিলেন। সদ্য প্রয়াত নওয়াব আলী খন্দকার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের খান্দারপাড় গ্রামের একজন স্থায়ী বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচপুত্র, দুই কন্যা, নাতি -নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নওয়াব আলী খন্দকারের নামাজে জানাজা শেষে তাকে খান্দারপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার পবিত্র বাদ জুম্মাহ্ মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার নিজ বাড়িতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মরহুমের পুত্র খন্দকার আরিফুজ্জামান।
আপনার মতামত লিখুন :