কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাব্বির হোসেন রনি (৩৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার ছরোয়ার মাতুব্বরের ছেলে। সে আশ্রয়ন প্রকল্পের ঘরের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বালু রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। তাকে বার বার বালুর ব্যবসা বন্ধ করার জন্য বলা হলেও সে বালুর ব্যবসা বন্ধ না করে গণউপদ্রব অব্যাহত রাখায় তাকে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু আমাদের প্রতিনিধিকে জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নির্দেশনায় মুকসুদপুর উপজেলা ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :