
মো: আজিজুর রহমান টিপু, গোপালগঞ্জঃ অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপি অভিযান চালিয়েছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। শনিবার সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।
জানা গেছে, মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের বনোগ্রাম, জলিরপাড় ইউনিয়নের জলিলপার বাজার সহ শান্তিপুরের গ্রামে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে সরকারি খাস জায়গায় অবৈধ ভাবে গড়া সেমিপাকা ঘর ও বিভিন্ন দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইউএনও এস এম ইমাম রাজি টুলু বলেন, আমি মুকসুদপুরে যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনের পাশাপাশি সরকারের খাস জায়গায় অবৈধভাবে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে চলছি। আগামীতেও এ কাজ চলমান থাকবে।
স্থানীয় সুত্রে জানা গেছে, যুগ যুগ ধরে অবৈধ দখলদারগণ সরকারের খাস জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করে রেখেছিল। প্রশাসন বিভিন্ন সময় চেষ্টা করেও তা ভাঙতে পারে নি। তাদেরকে অবৈধ স্থাপনা ভাঙার জন্য অনেকবার বলা হলেও তারা শুনেনি। বর্তমান ইউএনও যোগদানের পরে অনেক সাহসিকতার সাথে সরকারের এই খাস জায়গাগুলো দখল মুক্ত করেন।
অভিযানের সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ প্রমুখ উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :