শহিদুল ইসলাম,(মুকসুদপুর), গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী করোনাভাইরাস ভয়াবহ রুপ ধারন করার কারনে মুকসুদপুর উপজেলায় আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। ঘোষিত লকডাউন ঘোষণার প্রথম দিনে মুকসুদপুর পৌরসভা, মহারাজপুর বাজার, বনগ্রাম বাজার ও বাটিকামারী বাজারে অভিযান পরিচালনা করে লকডাউনের আইন অমান্যকারী ১২ জনকে মোট ১৩.৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ, এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃআসমত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুবকর মিয়া। উল্লেখ্য লকডাউনের প্রথম দিনে মুকসুদপুর থানার পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে।