• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ সন্তানের হামলার শিকার বৃদ্ধ মা : থানায় অভিযোগ দিয়ে উল্টো বিপাকে পড়ার অভিযোগ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২২, ১২:০১ অপরাহ্ন / ২৩৯
গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ সন্তানের হামলার শিকার বৃদ্ধ মা : থানায় অভিযোগ দিয়ে উল্টো বিপাকে পড়ার অভিযোগ

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী সরদারের স্ত্রী লিলি বেগম (৬৮) কে তার নিজের একমাত্র পুত্র সাইফুল সরদার (৩৮) সংসারে কোন কাজকর্ম না করে সরকার প্রদত্ত তার বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকা এবং সম্পত্তি লিখে দিতে গর্ভধারিনী মা ও বোনদেরকে চাপ প্রয়োগ করে এবং মাকে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে নিরুপায় হয়ে গত ২৩ জানুয়ারি মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর এস আই কামরুল হাসান এর প্রতিকার না করে উল্টো তার মাকে গিয়ে সন্তানের চাহিদা মোতাবেক মুক্তিযুদ্ধের ভাতা ও সম্পত্তি লিখে দিতে তার বৃদ্ধমা লিলি বেগমকে চাপ প্রয়োগ করেন। এতে তার মা ক্ষুব্ধ হন এবং আক্ষেপ করে গণমাধ্যমকে বলেন, ন্যায়বিচার তো পেলামই না উল্টো থানায় জানিয়ে আরো বিপদ ডেকে আনলাম। আমার ছেলে হয়তোবা দারোগাকে কিছু দিয়েছে। তা না হলে সে একই ধরনের কথা বলবে কেন। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রধানমন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত মুকসুদপুর থানার এস আই কামরুল হাসানকে মুঠোফোনে (…৬১৫৭ নম্বরে) গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে জানতে চাইলে বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য বলে এসেছি। আপনি কি সরকার প্রদত্ত মুক্তিযুদ্ধের সম্মানী ভাতা ভাগ করে দিতে তার মাকে বলতে পারেন? এমন প্রশ্নের উত্তরে তিনি নিশ্চুপ থাকেন।