• ঢাকা
  • শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষেত থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ


প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৩:০৫ অপরাহ্ন / ১৭
গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষেত থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে স্মৃতি বাছাড় (৪৫) নামে এক বিধবা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাকে কুপিয়ে হত্যা করে বাড়ীর পাশে বাদাম ক্ষেতে তার লাশ ফেলে পালিয়ে যায় খুনিরা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্বজনদের দাবি নিহত স্মৃতি বাছাড়কে কয়েক মাস পূর্বে যারা হত্যার চেষ্টা করেছিলো, তারাও এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। স্মৃতি বাছাড় পুলিশের এস আই -এর নিকট তাকে যারা হত্যার চেষ্টা চালিয়েছিলো তাদের নাম ঠিকানা জানিয়েছিলো। স্মৃতি বাছাড়কে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা ও এলাকাবাসী।

হত্যাকাণ্ডের এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।