• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ১০:৫৩ অপরাহ্ন / ৮৮
গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং গোপালগঞ্জে স্বাগত জানান। উভয়ে কুশলাদী বিনিময় করে জেলার উন্নয়ন যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলি মো. হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলি মো. রকিবুল কবির ও রঞ্জন কুমার সাহা সহ এলজিইডির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গোপালগঞ্জে নব-যোগদানকৃত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হককে আন্তরিক অভিনন্দন জানান।