কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও মহান মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের ১৬ ডিআইজি। শুক্রবার (১৩ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে সকলে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনা, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মহোদয়গণের মধ্যে ১৮তম বিসিএস-এর ১৬ জন কর্মকর্তাগণ হলেন, মো.মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম, মাহফুজুর রহমান বিপিএম, মো.রেজাউল হক পিপিএম, মো.মনির হোসেন বিপিএম, মো.মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার), মো.মিজানুর রহমান পিপিএম (বার), মো.মনিবুর রহমান, পরিতোষ ঘোষ, জয়দেব ভদ্র, কাজী জিয়া উদ্দিন, মো.গোলাম রুউফ খান পিপিএম (বার), মো.আসাদুজ্জামান বিপিএম (বার), মো.মাহবুব আলম পিপিএম (বার), মোহাম্মদ রেজাউল হায়দার পিপিএম (বার), শামীমা বেগম পিপিএম, সালমা বেগম পিপিএম।
এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় এবং জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পদোন্নতিপ্রাপ্ত ১৬ ডিআইজি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
আপনার মতামত লিখুন :