• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১২ অতিরিক্ত সচিবগণের শ্রদ্ধা নিবেদন


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২২, ৬:১৯ অপরাহ্ন / ১৫২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১২ অতিরিক্ত সচিবগণের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ১২ জন অতিরিক্ত সচিব। আজ শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে অতিরিক্ত সচিবগণ জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিব হামিদুর রহমান খান, রবীন্দ্রশ্রী বড়ুয়া, ড. মোহাম্মদ বশিরুল আলম, অমল কৃষ্ণ মন্ডল, মল্লিক সাঈদ মাহবুব, এমডি আবদুস সালাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, রেজাউল করিম, আব্দুর রহমান খান, হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।