• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই প্রথম নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফারজানা আক্তারের যোগদান


প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন / ৩১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই প্রথম নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফারজানা আক্তারের যোগদান

এম এম রুহুল আমিন, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার। রবিবার (১জুন) সকাল ১০ টায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )মো. মঈনুল হকের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন ফারজানা আক্তার।

এর আগে তিনি কর্মরত ছিলেন, রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর ও ঢাকার ধামরাই উপজেলায় দায়িত্ব পালনকালে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এবং টাঙ্গাইলে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ফারজানা আক্তার ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীব ন শুরু করেন তিনি।

ফারজানা আক্তার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

টুঙ্গিপাড়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি গর্বিত। সবার সহযোগিতা না পেলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই সকলের সহযোগিতায় উপজেলা প্রশাসন জনগনের কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ।