• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:০১ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নে সরকারি জমি দখলের অভিযোগ স্থানীয় প্রভাবশালী তৈয়ব আলী সিকদারের বিরুদ্ধে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন / ২৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নে সরকারি জমি দখলের অভিযোগ স্থানীয় প্রভাবশালী তৈয়ব আলী সিকদারের বিরুদ্ধে

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী ৭ নং ওয়ার্ডের সিকদার বাড়িতে অবৈধভাবে সরকারি জমি ও অন্যের ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৈয়ব আলী সিকদার নামক এক ব্যক্তি সম্প্রতি বাংলাদেশ সরকারের জমি দখল করে সেখানে একটি কাঠের ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা প্রশাসনকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে সেখানে কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরও তৈয়ব আলী সিকদারের পক্ষ থেকে ঘর নির্মাণের কাজ চালমান রেখেছেন বলে জানা গেছে।

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে সরেজমিনে ওই এলাকায় গিয়ে তৈয়ব আলী সিকদারের পক্ষে শ্রমিকদেরকে ঘর নির্মাণের কাজ করতে দেখা যায়।

গণমাধ্যমকর্মীরা তৈয়ব আলী সিকদারের সঙ্গে কথা বলে সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই জায়গা আমার বাপের সম্পত্তি। দীর্ঘ তিন বছর ধরে খাজনা না দেওয়ার কারণে জমিটি সরকারের নামে চলে যায়। বর্তমানে আদালতে এই জমির মালিকানা নিয়ে মামলা চলছে।  আমি আমার জমিতে ঘর নির্মাণ করছি। তবে স্থানীয়রা জানিয়েছেন, জমিটি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত, এবং এটি দখলের কোনো বৈধ অনুমোদন নেই। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না নিলে সরকারি জমি বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই এ বিষয়ে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন দ্রুতই কটার ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা তাদের। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্যারাও অবৈধভাবে সরকারি জমি এভাবে দখল করে নিবে।