কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পাসপোর্ট অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
পাসপোর্ট অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ সাইদুর রহমান (পরিচালক), সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম (পরিচালক) ও সাধারণ সম্পাদক আবু নোমান মোঃ জাকির হোসেন (উপ-পরিচালক) কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বন্ধু সমাধিসদের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন (উপ-পরিচালক), সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সম্পাদক গাজী মাহমুদুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, সহ-সম্পাদক মোঃ শওকত কামাল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ-সম্পাদক মোঃ আজমল কবির, দপ্তর সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ ইউসুফ, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, সহ-সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, কল্যান বিষয়ক সম্পাদক রোতিকা সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা চৌধুরী, সিনিয়র নির্বাহী সদস্য মোঃ আবু সাঈদ, নির্বাহী সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আল আমিন মৃধা, মোঃ নুরুল হুদা, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :