• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বিলের রাস্তা ও খাল দখল করে অবৈধ মাছের প্রজেক্ট গড়ে উঠেছে


প্রকাশের সময় : জুন ৯, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন / ২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বিলের রাস্তা ও খাল দখল করে অবৈধ মাছের প্রজেক্ট গড়ে উঠেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পূবের বিল এলাকায় অনুমোদন বিহীন মাছের প্রজেক্ট গড়ে উঠেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি ও কৃষকদের জন্য ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

কোটালীপাড়া উপজেলার কোনেরবাড়ি গ্রামের প্রভাবশালী মজিবর রহমান প্রায় কয়েকশ বিঘা জমি ও খালের দখল নিয়ে এই প্রজেক্ট গড়ে তুলেছেন বলে জানা গেছে। এতে পরিবেশের ছাড়পত্র ছাড়াই মাছ চাষ করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

এই প্রজেক্টের কারণে পূবের বিলের খালের পাশ দিয়ে নির্মিত প্রায় তিন কিলোমিটার সড়ক (ইটের সোলিং) ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি কর্তৃক নির্মিত এই সড়ক দিয়ে প্রায় দশ হাজার কৃষক তাদের ধান পরিবহন করতেন। কিন্তু প্রজেক্টের জন্য সড়কের কিছু অংশ ভেকু মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে, যা কৃষকদের জন্য ব্যাপক প্রতিবন্ধকতা ও চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অবৈধ এই প্রজেক্টের ফলে দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পথে। কই, শিং, সরপুটি, বোয়াল সহ নানা জাতীয় দেশীয় মাছ এখন আর দেখা যায় না। অপরিকল্পিতভাবে মাছ চাষের ফলে সড়ক ভাঙনের ঘটনাও ঘটছে, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রজেক্ট মালিক মজিবর রহমানের দাবি, তিনি তার জমি থেকে মাটি তুলে রাস্তার ওপর দিয়ে ঘেরে বাঁধ দিয়েছেন এবং এতে কারও সমস্যা হওয়ার কথা নয়।

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে পরিবেশ ও কৃষকদের স্বার্থ রক্ষা করা যায় এবং অবৈধ প্রজেক্ট বন্ধ করা হয়।