• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ন / ৯৯
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ থেকে শাবনুর খানমঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু।

সোমবার দুপুরে মাজার চত্বরের মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রাম ১০ আসনের সংসদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু নেতৃত্বে সংসদীয় আসনের দশটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের
রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন ও যুবলীগের নেতা দেলোয়ার হোসেন খোকা সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।