এমড মাহবুবুর রহমান মুরাদঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আফজালুর রহমান।
নিবার দুপুরে, তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ শেষে ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন এবং বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় বনিকসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত এমপি এ্যাডভোকেট আফজালুর রহমান বলেন, তিনি কোন প্রকার দুর্নীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন না। একই সঙ্গে আমৃত্যু জনগনের খেদমত করে যাবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :