• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন / ১৯০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শোকাবহ আগষ্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এ সময় নেতৃবৃন্দ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন নেতৃবৃন্দ।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমূখ উপস্থিত ছিলেন।