![scriptForHost](http://ajkerbd24.com/wp-content/uploads/2025/01/logog555.jpg)
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শোকাবহ আগষ্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এ সময় নেতৃবৃন্দ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন নেতৃবৃন্দ।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :