• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামি সাবেক ২ ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন / ৮৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামি সাবেক ২ ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী প্রতারক সাবেক দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি চৌকস দল।

ঢাকা মহানগরীর উত্তরা এবং সচিবালয় এলাকায় ওয়ারেন্টের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালানা করে। উক্ত অভিযানে প্রতারক চক্রের মূল হোতা সাবেক দুই ইউপি সদস্য পলাতক আসামী ০১। ইউসুফ শেখ (৫০), পিতা- মৃত তৈয়ব আলী শেখ, সাং- পাকুরতিয়া, ০২। সুশীল কুমার সমাদ্দার (৬০), পিতা- মৃত অতুল চন্দ্র সমাদ্দার, সাং- ভৈরব নগর, উভয় থানা- টুঙ্গিপাড়া , জেলা- গোপালগঞ্জ দ্বয়কে গ্রেপ্তার করা হয়। উক্ত ইউসুফ শেখের বিরুদ্ধে এস/সি-৬/২০২০ মামলায় ০১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড এবং আরো ০২ টি প্রতারণা মামলা সহ মোট ০৪ টি মামলার ওয়ারেন্ট আছে। অপর আসামী সুশীল কুমার সমাদ্দারের বিরুদ্ধে সেশন- ১৬৮/১৭ মামলায় ০১ বৎসরের সশ্রম কারাদন্ড ও ১৮ লক্ষ ৫০,০০০/- টাকার অর্থদন্ড সহ ০২ টি ওয়ারেন্ট আছে। উক্ত ওয়ারেন্ট হওয়ার পর তারা দীর্ঘদিন যাবৎ টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আত্মগোপন করে ছিলো। উক্ত আসামীদ্বয় উভয়ই ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।